• bts.org@gmail.com
  • 0170000000
Logo

Bangladesh Teachers Society (BTS)

Govt. Reg No: -202588999 , SL:11122233

  • Office: Address
  • Rampura, Banasree, Dhaka-1234
  • সাংগঠনিক ইতিহাস

    পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।

    বদলি প্রত্যাশী সকল সম্মানিত স্যার ও ম্যাডামদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ" প্রতিষ্ঠিত হয় ২০২২ সালে। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে এনটিআরসিএ। সেই ধারাবাহিকতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে অনেক শিক্ষক নিজ জেলার বাইরে নিয়োগ পান এবং ২০১৫ সালের নীতিমালার ৭ নম্বর ধারার আলোকে ভবিষ্যতে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ থাকবে এই বিশ্বাসে তারা যোগদান করেন।

    প্রথম ও দ্বিতীয় গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা পরবর্তীতে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেলেও, তৃতীয় গণবিজ্ঞপ্তির শিক্ষকদের জন্য সেই সুযোগ চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে বন্ধ করে দেওয়া হয়। এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে অনেক শিক্ষক মানসিকভাবে ভেঙে পড়েনকেউ কেউ চাকরি ছেড়ে দেন, অনেকে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, এমনকি কিছু নারী শিক্ষিকার দাম্পত্য জীবনেও এর বিরূপ প্রভাব পড়ে।

    এই সংকট দূর করার লক্ষ্যে, সংগঠনের সভাপতি মোঃ সরোয়ার (প্রভাষক, ইংরেজি) কিছু শিক্ষককে নিয়ে একটি গ্রুপ তৈরি করে নিয়মিত মিটিং শুরু করেন। পরবর্তীতে মোঃ সাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়ি ত্ব নেন এবং সকলের সম্মতিতে গঠিত হয় "এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ"

    ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংগঠনটি ৩২টি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি ছিল ১৭ ও ২২ অক্টোবর ২০২৩ তারিখে মাতৃভাষা ইনস্টিটিউটে এবং ২০২৪ সালের বিভিন্ন তারিখে প্রেস ক্লাব, শিক্ষা মন্ত্রণালয় ও শহীদ মিনারে আয়োজিত আন্দোলন ও অনশন কর্মসূচি।

    এসব কার্যক্রমের ফলস্বরূপ, তৎকালীন আওয়ামী লীগ সরকার পারস্পরিক বদলির প্রক্রিয়া চালু করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আন্দোলন চলমান থাকে এবং ২৫-২৬ আগস্ট ২০২৪ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত লংমার্চ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এরপর ২৭ আগস্ট মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে বদলির যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বিষয়টি আন্তরিকভাবে গ্রহণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

    পরবর্তীতে ১৪ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংগঠনের ৬ সদস্যের প্রতিনিধি দলের সাথে দীর্ঘ আলোচনা হয়। সেখান থেকেও বদলির দাবির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘসূত্রতার কারণে শিক্ষক সমাজ হতাশায় ভোগে।

    এই প্রেক্ষাপটে, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আবারও শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে আবেগতাড়িতভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

    শেষপর্যন্ত, মাননীয় শিক্ষা উপদেষ্টার আশ্বাস অনুযায়ী ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে শহীদ মিনারে চলমান আমরণ অনশন স্থগিত করা হয় এবং ১৯ ডিসেম্বর প্রজ্ঞাপন হাতে পান আন্দোলনকারী শিক্ষকরা। দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার পর, শূন্য পদে বদলির স্বপ্ন পূরণ হয়।

    এই ঐতিহাসিক অর্জনের জন্য সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

    এই সাফল্যের ধারাবাহিকতায়, ২৬ ডিসেম্বর ২০২৪ মাওলানা আকরাম খাঁ হলে মাননীয় শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সংবর্ধনা প্রদান করা হয় এবং সেখানেই সংগঠনের নাম পরিবর্তন করে “বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ” রাখা হয়।

    সবশেষে, বদলি প্রত্যাশী ও আগ্রহী সকল শিক্ষকের প্রতি অনুরোধশিক্ষক সমাজের সার্বিক কল্যাণে এই সংগঠনের পাশে থাকুন এবং একসাথে এগিয়ে চলুন।
    ধন্যবাদ