• bts.org@gmail.com
  • 0170000000
Logo

Bangladesh Teachers Society (BTS)

Govt. Reg No: -202588999 , SL:11122233

  • Office: Address
  • Rampura, Banasree, Dhaka-1234
  • সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া

    BTS

    সদস্যপদ

    সদস্য হওয়ার প্রাথমিক নিয়মাবলীঃ

    1. সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত হতে হবে।

    2. সদস্য হতে হলে বাংলাদেশের যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি) কর্মরত শিক্ষক/শিক্ষিকা হতে হবে।

    3. ফরমে মিথ্যা তথ্য প্রদান করলে সদস্যপদ বাতিল হবে এবং জমাকৃত অর্থ ফেরতযোগ্য নয়।

    4. রাষ্ট্রবিরোধী, অবৈধ বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির সদস্যপদ বাতিলযোগ্য।

    5. প্রাথমিক সদস্য হওয়ার জন্য ৩০০ টাকা প্রদান করতে হবে।

    6. প্রতি মাসের ১০ তারিখের মধ্যে নির্ধারিত ২০০(দুইশত) টাকা মাসিক চাঁদা প্রদান করতে হবে।

    7. প্রথম মাসে মোট ৫০০ টাকা (সদস্য ফি ৩০০ + চাঁদা ২০০) জমা দিতে হবে।

    8. সভায় উপস্থিতি নিশ্চিত করতে হবে নতুবা  অনুপস্থিতির কারণ জানাতে হবে।

    9. সংগঠনের সব সিদ্ধান্ত মানতে ও সম্মান করতে হবে।

    10. অন্য সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে।

    11. সংগঠনের অনুমতি ছাড়া কেউ ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না।

    12. সদস্যপদ কোনক্রমেই হস্তান্তরযোগ্য নয়।

    13. সংগঠনের বিরুদ্ধাচরণ করলে সদস্যপদ বাতিল হতে পারে।

    14. প্রাপ্ত অনুদান সংগঠনের ফান্ডে জমা দিতে হবে।

    15. সংগঠনের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজ করতে পারবে না।

    16. বিশেষ কারণে সদস্যপদ স্থগিতের আবেদন করা যাবে।

    17. অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগেই নাম তালিকাভুক্ত করতে হবে।

    18. গোপন তথ্য অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।