৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে বদলি প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে দেশের বেসরকারি শিক্ষকরা রাস্তায় নেমেছেন। বদলি প্রজ্ঞাপন ২০২৪-এর আলোকে স্বচ্ছ ও মানবিক বদলির দাবিতে শিক্ষকরা মানববন্ধন ও আন্দোলনের ডাক দিয়েছেন।
তাদের ৫ দফা দাবি:
1️⃣ বদলি প্রজ্ঞাপন ২০২৪ অনুযায়ী গণবিজ্ঞপ্তির পূর্বে বদলি প্রক্রিয়া চালু করতে হবে।
2️⃣ সমপদ-সমস্কেল ভিত্তিতে অধিদপ্তর নির্বিশেষে ইন্ডেক্স পরিবর্তনের মাধ্যমে বদলি করতে হবে।
3️⃣ ৩.১৬ ধারা সংশোধন পুর্বক শিক্ষকদের বদলির সুযোগ দিতে হবে।
4️⃣ স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে বদলি দিতে হবে।
5️⃣ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে দ্রুত বদলি প্রজ্ঞাপন জারি করতে হবে।
📢 শিক্ষক সমাজ বলছেন, বদলি ছাড়া গণবিজ্ঞপ্তি হলে অনেক শিক্ষক বঞ্চনার শিকার হবেন।
➡️ শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।