বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বহুল প্রত্যাশিত বদলি কার্যক্রম শুরু হতে পারে আগামী অক্টোবর থেকে। এর আগে জুন মাসের মধ্যেই এ সংক্রান্ত সফটওয়্যার তৈরির কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) মাউশির সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এর একদিন আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) বদলির সফটওয়্যার তৈরির জন্য গঠিত কমিটির এক সভায় এ সংক্রান্ত রোডম্যাপ ঘোষণা করা হয়।
মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক-২) ইউনুছ ফারুকী বলেন, “বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, তার আলোকে বদলি কার্যক্রম পরিচালিত হবে। আমাদের লক্ষ্য, সফটওয়্যার প্রস্তুত করে অক্টোবর থেকে বদলি কার্যক্রম চালু করা।”
উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে। সেই নীতিমালার আলোকে বদলির প্রক্রিয়া বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়।