প্রিয় বদলি প্রত্যাশী BTS সদস্যবৃন্দ ,
বাংলাদেশের শিক্ষক সমাজের কল্যাণে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
Bangladesh Teachers Society (BTS) পূর্ণাঙ্গ রূপে আত্মপ্রকাশ করেছে।
এই সংগঠন বদলি প্রত্যাশী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে নিরলস কাজ করবে।
এখন থেকে আপনাদের সকল তথ্য ও কার্যক্রম অনলাইনে সহজেই পাওয়া যাবে।
BTS ওয়েবসাইটে রয়েছে বদলি সংক্রান্ত নিয়ম, নির্দেশনা ও হালনাগাদ সংবাদ।
শিক্ষক সমাজের অধিকার রক্ষায় এটি হবে আপনাদের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।
সবার অংশগ্রহণেই BTS হয়ে উঠবে ঐক্যের শক্তিশালী প্রতীক।
শিক্ষকদের কল্যাণে স্বচ্ছ, ন্যায্য ও আধুনিক সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
আসুন , একসাথে গড়ে তুলি বদলি প্রত্যাশী শিক্ষকদের প্রা প্য অধিকার।