
প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সহযোদ্ধারা অনেকেই হয়তোবা এই পোস্টটি দেখে গালিগালাজ আরম্ভ করবেন কিন্তু কথাটা চিরন্তন সত্য যে বা যারা আন্দোলন করছেন আজকে ১৮ দিন যাবত সাধারণ শিক্ষকদের ইমোশন নিয়ে খেলা করছেন, বড় নেতা হওয়ার চেষ্টা করছেন? আপনারা নিজেদের কাছে একটা প্রশ্ন করেন যে আজ পর্যন্ত কেন শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে পারলেন না? আপনারা যতদিনই মাঠে থাকবেন শিক্ষা উপদেষ্টা সাথে কোন ভাবেই দেখা করতে পারবেন না বা দেখা করবেও না। আপনারা আন্দোলনের ঠিক আগের দিন কেন শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করলেন এবং তাকে বললেন যে আমরা আন্দোলন করবো না। আপনারা তার কাছে ওয়াদাবদ্ধ হয়ে আসছেন। যে আন্দোলন করবেন না। এবং ছবি তুলে নিয়ে আসলেন। তার ঠিক পরের দিনই আপনারা মাঠে আন্দোলন করছেন। আপনারা মাঠে থেকে সকল শিক্ষকদের ইজ্জতকে ধূলিসাৎ করলেন কেন? আপনাদের আন্দোলনকে আমিও সমর্থন করি একাত্মতা পোষণ করি কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা এই আসন্ন ঈদুল ফিতর ঈদে কিছুই পাবেন না। আসল সত্যি কথা বলতেই হবে আপনাদের কারণে উৎসব ভাতা, বাড়ি-ভাড়া, চিকিৎসা ভাতা পেতে আরো দীর্ঘায়িত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাদের উপর খুবই বিরক্তকর। তাই দয়া করে একটু নীরব থাকুন। "বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ" শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এদের নেতৃত্বে যেমন ভাবে শূন্য পদে বদলি ছিনিয়ে নিয়ে আসছি । ঠিক তেমনিভাবে শিক্ষকদের জীবনমান উন্নতি করার লক্ষ্যে বাড়িভাড়া, উৎসবভাতা, চিকিৎসা ভাতা নিয়ে কাজ করছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। যখন "বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ" ডাক দেব তখন মাঠে আসবেন। ঠিকই বিজয় নিয়ে মাঠ ছাড়বো ইনশাল্লাহ।