• bts.org@gmail.com
  • 0170000000
Logo

Bangladesh Teachers Society (BTS)

Govt. Reg No: -202588999 , SL:11122233

  • Office: Address
  • Rampura, Banasree, Dhaka-1234
  • আগামী অক্টোবর থেকেই শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে

    BTS প্রতিবেদন:

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছেআগামী অক্টোবর থেকেই।

    মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, বদলি কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যার কাজ শেষ হবে আগামী জুনের মধ্যেই। এরপরই আনুষ্ঠানিকভাবে বদলি কার্যক্রম চালু হবে বলে আশা করা হচ্ছে।

    সভায় রোডম্যাপ ঘোষণা:
    মঙ্গলবার (২৯ এপ্রিল) বদলির সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির এক সভায় রোডম্যাপ ঘোষণা করা হয়। পরদিন বুধবার (৩০ এপ্রিল) মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    মাউশির বক্তব্য:

    মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক-) ইউনুছ ফারুকী বলেন, “বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা অক্টোবর থেকেই কার্যক্রম চালু করতে চাই। এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে এবং দ্রুত তা সম্পন্ন হবে।

    পটভূমি
    গত বছরের ১৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করে। সেখানে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে বদলির নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকেই সংশ্লিষ্ট শিক্ষক প্রশাসনের মধ্যে নিয়ে ব্যাপক আগ্রহ আলোচনা চলছে।

     

    বিশ্লেষণ:
    এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দীর্ঘসূত্রতা জটিলতা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বদলি কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতাও নিশ্চিত হবে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে।