
শিক্ষক হলেন জাতির বিবেক, উন্নয়ন ও অগ্রগতির পথপ্রদর্শক। যুগে যুগে শিক্ষক সমাজ সমাজ পরিবর্তনের অগ্রভাগে থেকে মানবিক মূল্যবোধ, জ্ঞানচর্চা ও নৈতিকতার শিখা জ্বালিয়ে রেখেছেন। বাংলাদেশের শিক্ষক সমাজও এর ব্যতিক্রম নয়। তারা নীরবে, নিভৃতে দেশের আগামী প্রজন্মকে গড়ে তুলছেন, যারা একদিন হবে জাতির নেতৃত্বদাতা।
আজকের এই শিক্ষক সমাজ নতুন শক্তি অর্জন করেছে তরুণ মেধাবী শিক্ষকদের যোগদানের মাধ্যমে। এরা শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে আসছেন। তাদের সততা, দক্ষতা ও নতুন দৃষ্টিভঙ্গি শিক্ষক সমাজকে আরও দৃঢ় ও ঐক্যবদ্ধ করবে।
দক্ষ নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষক সমাজ ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্মান। কারণ শিক্ষককে অবমূল্যায়ন করা মানে জাতির ভবিষ্যৎকে অবহেলা করা। শিক্ষক সমাজের দাবি কেবল নিজেদের জন্য নয়, বরং একটি আলোকিত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য।
অতএব, সময় এসেছে শিক্ষক সমাজকে মর্যাদার আসনে পুনঃপ্রতিষ্ঠা করার। তরুণ শিক্ষকরা তাদের উদ্যম, জ্ঞান ও নেতৃত্বের গুণে আমাদের আশা ও ভরসার প্রতীক হয়ে উঠুক। ঐক্যবদ্ধ শিক্ষক সমাজের পদক্ষেপেই নিশ্চিত হবে একটি জ্ঞানভিত্তিক, প্রগতিশীল ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ।