• bts.org@gmail.com
  • 0170000000
Logo

Bangladesh Teachers Society (BTS)

Govt. Reg No: -202588999 , SL:11122233

  • Office: Address
  • Rampura, Banasree, Dhaka-1234
  • জনস্বাস্থ্যের পিডি নিয়োগে কোটি টাকার লেনদেন অভিযোগ স্থানীয় সচিবের বিরুদ্ধে

    জনস্বাস্থ্য অধিদপ্তরে সম্প্রতি সময় পিডি নিয়োগ  হয়েছে  সেনিটাইজেশন  প্রকল্পে ।উক্ত প্রকল্পে তৈইয়ুবুর রহমান নামের ওই ব্যক্তিকে যোগ্যতা না থাকা সত্ত্বেও কোটি টাকার বিনিময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সচিব পিডি নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আরো অভিযোগ উঠেছে উক্ত পিডি নিয়োগের ক্ষেত্রে কুটি টাকার লেনদেন হয়েছে। পিডি নিয়োগের বিষয় প্রধান প্রকৌশলীর  কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা ভালোভাবে তদন্ত করেন সঠিক তথ্য উঠে আসবে। এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। তবে এতোটুকুই বলতে পারি যে ব্যক্তিকে স্যানিটাইজেশন প্রকল্পে পিডি  নিয়োগ দিয়েছেন তার কাম্য যোগ্যতার ঘাটতি রয়েছে। এ  বিষয় উক্ত অধিদপ্তরের   এক কর্মকর্তার কাছে জানতে চাইলে  তিনি নাম অপ্রকাশিত  রাখার শর্তে বলেন আমি যতটুকু জানি উক্ত পিডি নিয়োগের ক্ষেত্রে কোটি টাকার লেনদেন হয়েছে।