
বাংলাদেশের হাজারো বেসরকারি শিক্ষক দীর্ঘদিন ধরে বদলির ন্যায্য দাবিতে আন্দোলন করে আসছেন।
দূরবর্তী কর্মস্থলে বছরের পর বছর থেকে পরিবার ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে জীবন কাটাচ্ছেন তারা।
এই অবিচারের বিরুদ্ধে অসহায় স্যার-ম্যাডামদের কান্নাজড়িত হাহাকার আজ সমাজ ও রাষ্ট্রকে নাড়া দিচ্ছে।
সরকারি শিক্ষকদের মতো বদলির সুযোগ দাবি করাই তাদের একমাত্র আকুতি।
এটি শুধু একটি আন্দোলন নয়, এটি একজন শিক্ষকের সম্মান ও মানবিক অধিকারের লড়াই।